তৃতীয় কৃষি বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন বিইউপি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের আয়োজনে তৃতীয় কৃষি বিতর্ক উৎসব এর চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস- বিইউপি ডিবেটিং ক্লাব। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। চতুর্থ শিল্পবিপ্লবের কথা বিবেচনায় রেখে কোর্স কারিকুলাম তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।