
ব্যাট হাতে অসাধারণ একটি বছর কাটানোর স্বীকৃতি পেয়েছেন লিটন দাস। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন টাইগার ওপেনার। পাশাপাশি বর্ষসেরা ক্রিকেটারের পুরষ্কারও উঠেছে লিটনের হাতে।
সেরার স্বীকৃতি পাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোষ্টে লিটনকে অভিনন্দন জানিয়েছে। কেকেআর-এর হয়ে এ মৌসুম খেলেছেন বাংলাদেশর এই ক্রিকেটার। যদিও একটির বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
বিএসপিএ অ্যাওয়ার্ড নাইট গতকাল রোববার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়। বর্ষসেরা ক্রীড়াবিদ ক্যাটাগরিতে প্রথম রানারআপ হন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। আর্চার নাসরিন আক্তার হন দ্বিতীয় রানারআপ।