চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোনালদোর সঙ্গে একমত নন ব্রুনো

পর্তুগালের সাবেক কোচ ফের্নান্দো সান্তোসের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। বিশ্বকাপের আসরে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছিল মহাতারকার। সম্প্রতি পর্তুগালের দায়িত্ব নিয়েছেন বরের্তো মার্টিনেজ। নতুন কোচকে পেয়ে কিংবদন্তি ফরোয়ার্ড বলেছিলেন, ‘দলে এখন বিশুদ্ধ বাতাসের শ্বাস’। তবে রোনালদোর এই মন্তব্যের সঙ্গে একমত নয় জাতীয় দল সতীর্থ ব্রুনো ফের্নান্দেজ।

কোচের দায়িত্ব নেয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোতে আস্থা রেখেছেন মার্টিনেজ। সেই প্রতিদানও মিলেছে। ইউরোর বাছাইয়ে লুক্সেমবার্গের বিপক্ষে ৬ গোলের রাতে জোড়া গোল করেছিলেন সিআর সেভেন। সে রাতে রোনালদো বলেছিলেন, ‘এটি প্রত্যেকের জন্য, খেলোয়াড়, স্টাফ এবং দেশের জন্য একটি নতুন অধ্যায়। আমরা ভাল শক্তি অনুভব করি। এটি বিশুদ্ধ বাতাসের শ্বাস।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রোনালদোর মন্তব্যটি উড়িয়ে দিয়েছেন পর্তুগালের তারকা খেলোয়াড় ব্রুনো ফের্নান্দেজ। সম্প্রতি দেশটির একটি গণমাধ্যমে কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। সেখানে রোনাদোর মন্তব্যের সঙ্গে একমত কিনা জানতে চাইলে বলেছেন, ‘না’।

‘এটা শুধুই নতুন ধারণা নিয়ে একজন নতুন কোচ। এখানে একদমই তাজা বাতাসের শ্বাস নেই। এটা পরিবর্তনকালীন সময় মাত্র। জাতীয় দল সবসময়ই ভালো। কখনও এমন কিছু ছিল না, যে বাতাস বিশুদ্ধ ছিল না। আমি মনে করি, এটি কেবল নতুন গতিশীলতা। নতুন কোচ এবং তার ধারণাগুলো আপনাকে গ্রহণ করতে হবে।’