চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ব্রাইটনকে ইউরোপায় তুলে বিদায় নিচ্ছেন বিশ্বজয়ী অ্যালিস্টার

অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটিকে ১-১ গোলে রুখে দিয়ে নিজেদের সোয়া শতকবর্ষী ইতিহাসে প্রথমবার ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে ব্রাইটন। রেফারি শেষ বাঁশি বাজানোর পর ঘরের মাঠের দর্শকদের সামনে ব্রাইটনের ফুটবলাররা ছিলেন উদযাপনে ব্যস্ত। তবে সবার নজরে ছিলেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সবকিছু ঠিক থাকলে আগামী গ্রীষ্ম মৌসুমে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন দলবদল করে ব্রাইটন ছাড়ছেন।

ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদযাপনে তেমন একটা সাড়া দেননি ম্যাক অ্যালিস্টার। যদিও পেপ গার্দিওলার সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায়। ম্যানসিটি কোচকে করেন উষ্ণ আলিঙ্গন। তাতে আলোচনা উঠেছে ইতিহাদে যেতে পারেন মেসির জাতীয় দল সতীর্থ।

Bkash July

ইংলিশ গণমাধ্যমের খবর অবশ্য জানাচ্ছে ভিন্ন কথা। ২৪ বর্ষী ফুটবলারকে পেতে মরিয়া হয়ে উঠেছে লিভারপুল। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানাচ্ছেন, সিটির আগ্রহ থাকা সত্ত্বেও অ্যালিস্টারের সঙ্গে চুক্তির খুব কাছে চলে গেছে অলরেড কর্তৃপক্ষ।

অ্যালিস্টারের সঙ্গে লিভারপুলের চুক্তি হয়ে যাওয়ার খবরও আছে কিছু ব্রিটিশ গণমাধ্যমে। সুনিশ্চিত তথ্য অবশ্য মেলেনি। আর্জেন্টাইন তারকাকে অ্যানফিল্ডে আনতে ৭০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত লিভারপুল।

Labaid
BSH
Bellow Post-Green View