চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্রাজিল দলে জায়গা পাননি কৌতিনহো-জেসুস-গ্যাব্রিয়েল

ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের হেড কোচ টিটে। আর্সেনালের দুই স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস এবং গাব্রিয়েল মার্টিনেলি দলে জায়গা পাননি। একইসঙ্গে জায়গা পাননি অ্যাস্টন ভিলার জুটি ফিলিপ কৌতিনহো এবং ডগলাস লুইজ।

স্কোয়াডে এমারসন ও গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত দানি আলভেসেরও জায়গা হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্টনি ও টটেনহ্যাম হটস্পারে খেলা স্ট্রাইকার রিচার্লিসন ও চেলসির ডিফেন্ডার থিয়াগো সিলভা স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রথমবারের মতো সেলেসাওদের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন গ্লিসন ব্রেমার ও রজার ইবানেজ। ব্রেমার জুভেন্টাসে ও ইবানেজ রোমায় ডিফেন্ডার হিসেবে খেলেন।

আগামী ২৩ সেপ্টেম্বর পার্ক ডে প্রিন্সেসে ঘানা ও ২৭ সেপ্টেম্বর স্ট্রাডে ওশানে তিউনিসিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (সেভিয়া), গ্লেসন ব্রেমার (জুভেন্টাস), দানিলো (জুভেন্টাস), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), রজার ইবানেজ (রোমা), মারকুইনহোস (প্যারিস সেন্ট জার্মেই), থিয়াগো সিলভা (চেলসি)

মিডফিল্ডার:  ব্রুনো গুইমারায়েস (নিউক্যাসল ইউনাইটেড), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েটা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)

ফরোয়ার্ড: অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রবের্তো ফিরমিনো (লিভারপুল), ম্যাথিউস কুনহা (অ্যাটলেটিকো মাদ্রিদ), নেইমার (পিএসজি), পেড্রো (ফ্ল্যামেঙ্গো), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার), রড্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।