চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘ব্রহ্মাস্ত্র’র শাহরুখের চরিত্র নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের ইঙ্গিত

দীর্ঘ তিন বছরের বিরতির পর অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় ক্যামিও করার মধ্য দিয়ে পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। যদিও পর্দায় মাত্র কয়েক মিনিটের জন্য উপস্থিত হয়েছিলেন এই তারকা।

কিন্তু তার মাঝেই বাজিমাত করেছেন তিনি। তাইতো এবার তার চরিত্রটি নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা জানালেন পরিচালক অয়ন মুখার্জি নিজেই।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় মোহন ভার্গব নামের এক বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। যিনি ‘বানরাস্ত্র’-এর অধিকারী। তার চরিত্রটি ভক্তরা এতটাই পছন্দ করেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখকে নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের দাবি জানান। তারই প্রেক্ষিতে ভক্তদের সেই ইচ্ছা পূরণের ইঙ্গিত দিলেন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক।

এ প্রসঙ্গে অয়ন মুখার্জি বলেছেন, ‘ভক্তরা বলার আগেই আমরা এ বিষয়ে পরিকল্পনা করছিলাম। ২০১৯ সালে যখন শাহরুখের দৃশ্যটির শুটিং হচ্ছিল, তখনই আমরা ভেবেছিলাম। আমার সহকারীরাও আমার সঙ্গে একমত। তাই আমরা স্পিন অফ নিয়ে পরিকল্পনা শুরু করেছি।’

গত ৯ সেপ্টেম্বর মুক্তির পর ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে দর্শক সমালোচকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে বলিউডে দুর্দিনে বক্স অফিসে রীতিমতো জাদু দেখাচ্ছে এই ছবি। মুক্তির প্রথম তিন দিনে ক্রমান্নয়ে এর আয় বাড়লেও, চতুর্থ দিন থেকে আয় কিছুটা কমতে শুরু করেছে। পাশাপাশি মুক্তির পাঁচ দিনে বিশ্বব্যাপী এর দাঁড়িয়েছে ২৬০ কোটি রুপি।

সূত্র: বলিউড লাইফ