চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘ব্রহ্মাস্ত্র’র সবচেয়ে দামী টিকেট মূল্য ২২০০ রূপি!

প্রথমবার পর্দায় জুটি বেঁধে দেখা যাবে রণবীর ও আলিয়াকে। তাই এই ছবিকে ঘিরে উত্তেজনা অনেক। তার কিছুটা আভাস পাওয়া গেল ছবির অগ্রিম বুকিং থেকে।

মাত্র কয়েকটা দিন পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত বলিউড ছবি ‘ব্রহ্মাস্ত্র’। এখন পর্যন্ত প্রথম দিনের ১ লাখ ৩০ হাজারের বেশি টিকেট বিক্রি হয়েছে। তিন দিন মিলিয়ে এই সংখ্যা ২ লক্ষ ৫০ হাজারেরও বেশি।

অগ্রিম টিকেট বুকিং-এ চলতি বছর মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া টু’কে ছাড়িয়ে গেছে ছবিটি। দেখার পালা ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘সাঞ্জু’, ‘সুলতান’ ও ‘দঙ্গল’কে ছাড়াতে পারে কিনা ছবিটি!

জানা গেছে এনসিআর বিক্রি করছে ‘ব্রহ্মাস্ত্র’র সবচেয়ে দামী টিকেট। ‘বুক মাই শো’ ওয়েবসাইটে দেখা গেছে, ‘ব্রহ্মাস্ত্র’র সবচেয়ে দামী টিকেটের মূল্য ২২০০ রূপি।

সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমাগুলো বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি। তবে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে সেই খরা কাটবে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। বক্স অফিস বিশ্লেষক অতুল মোহনের দাবি, ‘ডাবল ডিজিট ওপেনিং হবেই।

আগামী ৯ সেপ্টেম্বর ভারতজুড়ে প্রায় ৫ হাজার পর্দায় মুক্তি পাচ্ছে এই সিনেমা অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র’। তিন ভাগে মুক্তি পাবে এই ছবি। প্রথম অংশের নাম রাখা হয়েছে ‘শিবা’। ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায়।

সূত্র: নিউজ এইটিন