পরিচ্ছন্ন বিপিএল আয়োজনের ইচ্ছার কথা বলা হলেও নানা বিতর্ক সঙ্গী হতে দেখা যায় প্রতিবারই। এবার কি সেই ধারা থেকে বের হতে পারবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি? দশম আসর শুরুর আগে প্রশ্ন একটাই, কেমন হবে এবারের বিপিএল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারও নেই জমকালো উদ্বোধনী আয়োজন। শুক্রবার দুপুর আড়াইটায় উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। রাত সাড়ে সাতটায় গত আসরের রানার্সআপ মাশরাফীর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আইপিএলের পরই বিপিএল সেরা, একটা সময় এমন দাবি করত আয়োজক কমিটি। ‘দ্বিতীয় সেরা’ থেকে সরে এসে এবার বলা হচ্ছে, বিশ্বের সেরা টুর্নামেন্টগুলোর মধ্যে একটি। দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।
প্রতিবছর নির্ধারিত সময়ে আয়োজন করাই যেন বড় চ্যালেঞ্জ। কয়েকটি দলের মালিকানা বদলায় প্রতি আসরেই। এবারও ব্যতিক্রম হয়নি। তবে ভালো দিক ছিল টুর্নামেন্টের প্রায় দুই মাস আগে দল চূড়ান্ত হয়ে যাওয়া।
তারপরও যেন সব দল প্রস্তুত নয়। টুর্নামেন্ট শুরুর আগেরদিন অনুশীলনের জন্য মিরপুরে একটি দলের খেলোয়াড়দের কিট ব্যাগ এলো ভ্যানে চেপে। যা অতীতে কখনোই দেখা যায়নি। টিম বাসেও নেই রঙের ছোঁয়া।
এত আগে প্লেয়ার্স ড্রাফটের পরও দলগুলো যেন অপ্রস্তুত। সব দলের অধিনায়কের তালিকা পাওয়া গেছে টুর্নামেন্ট শুরুর আগেভাগে। সপ্তাহখানেক অনুশীলন করেই মাঠের লড়াইয়ে নেমে পড়ছে সাত দল।
নানা সীমাবদ্ধতা, বিতর্ক নিয়ে শুরু হওয়া বিপিএল প্লে-অফে যাওয়ার পর দেখা যায় ভিন্ন চিত্র। জমজমাট লড়াই চলে ফাইনাল অবধি। তাতে সবাই টুর্নামেন্টের ফাঁক-ফোকরগুলো ভুলে যান। খোঁজা হয় না সমাধানের পথও।
আম্পায়ারিং বিতর্ক, মিরপুরের উইকেট, ধারাভাষ্য, সম্প্রচারের মান- এসব নিয়ে অনেকবারই প্রশ্ন উঠেছিল। এবার অবশ্য সম্প্রচারের দিক থেকে ভালো কিছুর আভাস মিলেছে। প্রথমবার বিপিএলে ব্যবহার করা হবে বাগিক্যাম।
চার চাকার ডিভাইসটি বাউন্ডারি লাইন থেকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ফুটেজ সংগ্রহ করবে। গ্রাউন্ড লেভেল ভিউ পাওয়ার জন্য যা ব্যবহার করা হয় আইসিসি ইভেন্টে। মিরপুরে হোম সিরিজে একবার ব্যবহার করা হলেও বিপিএলে এবারই প্রথম।
বাংলাদেশের মানুষ প্রবলভাবে ক্রিকেট ভালোবাসে। দেখতে চায় গোছানো আয়োজন। করতে চায় উপভোগ। নানা কারণে সেটি হয়ে ওঠে না। ‘ব্র্যান্ড ভ্যালু’ বাড়ে না ক্রমাগত। ইমেজ সংকটে থাকা বিপিএল এবার পারবে নতুন করে সাড়া জাগাতে, হারানো উন্মাদনা ফেরাতে?







