এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মঙ্গলবার ভোরে মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। শোক প্রকাশে স্থগিত করা হয়েছে মঙ্গলবারের বিপিএলের দুই ম্যাচ। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শোক জানিয়ে বিবৃতি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার সকালে জানায়, বিপিএল ২০২৫-২৬ আসরে আজকের দিনের নির্ধারিত দুটি ম্যাচ- সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স- বাতিল করা হয়েছে।
বাতিল হয়া ম্যাচগুলো পরবর্তী সময়ে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। সংশোধিত সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেয়া হবে।









