এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দলের আসন্ন আসরটি সামনে রেখে ১৭ নভেম্বর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এক দফা পিছিয়ে ২১ নভেম্বর নিলাম আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল বোর্ড। তবে আরও এক দফা পিছিয়ে নিলামের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আগামী ২৩ নভেম্বর।
সংবাদ বিজ্ঞপ্তিতে নিলামের দিনক্ষণ জানিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। ২৩ নভেম্বর সকাল ১১টা থেকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে নিলাম।
২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম দুই আসরে খেলোয়াড় বাছাই হয়েছিল নিলামের মাধ্যমে। পরে ২০১৫ সালের আসর থেকে চালু হয় ড্রাফট পদ্ধতি। তবে এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি মেনে নিয়ে আসন্ন বিপিএলের আগে নিলাম আয়োজন করতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় আমলে নিয়ে বিপিএলের আসন্ন আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অংশ নেবে- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স।






