পাঁচ দল নিয়ে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। তবে সিদ্ধান্তে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছয়ে দলে উন্নীত করা হয়েছে আসর। নতুন দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেসের নাম ঘোষণা করেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।
বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। আগামী ১৯ ডিসেম্বর থেকে গড়াবে আসর, পর্দা নামবে ১৬ জানুয়ারি।
আগে ৫টি ফ্র্যাঞ্চাইজির কথা জানালেও নতুন পরিকল্পনায় যুক্ত করা হয়েছে নোয়খালীকে। দেশ ট্রাভেলসের মালিকানায় আসন্ন আসরে অংশ নেবে প্রতিষ্ঠানটি। ইফতেখার রহমান জানিয়েছেন, স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বাড়াতে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়েছে। পাশাপাশি সূচি তৈরির ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। কারণ, পাঁচ দল নিয়ে প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজন কঠিন হয়ে উঠছিল।
বলেছেন, ‘বিসিবি সভাপতি এবং আমাদের একটা দল বাড়ানোর জন্য বলেছিল কোয়াব। যাতে ১৫-১৬টা স্থানীয় ক্রিকেটার খেলার সুযোগ পায় এবং কিছু অর্থ উপার্জন করতে পারে। ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক জামানতের নিয়ম মেনে শুরুতে আমরা পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করি। এরপরও যারা আগ্রহী ছিল, তাদের একটা শেষ সুযোগ দেই। দেশ ট্রাভেল সকল আর্থিক নিয়ম মেনে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখায়।’
এ নিয়ে বিপিএলে দল পাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজি হলো- চট্টগ্রাম রয়্যালস (ট্রায়াঙ্গল সার্ভিসেস), ঢাকা ক্যাপিটালস (চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড), নোয়াখালি এক্সপ্রেস (দেশ ট্রাভেলস), রাজশাহী ওয়ারিয়র্স (নাবিল গ্রুপ), রংপুর রাইডার্স (টগি স্পোর্টস), সিলেট টাইটানস (জিএম স্পোর্টস এন্ড এন্টারটেইনমেন্ট)।








