দেখতে দেখতে শেষ ধাপে এলো বিপিএলের চলতি আসর। লিগপর্বে ইতিমধ্যে ৪০টি ম্যাচ শেষ। বাকি সবে দুটি। এরপর গড়াবে প্লে-অফ। এপর্যন্ত তিনটি দল প্লে-অফ নিশ্চিত করেছে। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের সঙ্গী হয়ে চারে ওঠার লড়াই চলছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের মধ্যে। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের মুখোমুখি হতে রংপুরের সাথে লড়াইটা চিটাগংয়ের।
টানা আট জয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। এরপর টানা চার হারে লিগপর্ব শেষ করেছে দলটি। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে বরিশাল। ১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে দলটি। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সবশেষ প্লে-অফ নিশ্চিত করেছে চিটাগং।
চতুর্থ দল হিসেবে প্লে-অফের দৌড়ে এগিয়ে আছে দুর্বার রাজশাহী। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে তারা। তবে রাজশাহীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে খুলনা টাইগার্স। ১১ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে এখনও প্লে-অফের দৌঁড়ে টিকে আছে তারা। শনিবার নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারাতে পারলে ১২ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে রাজশাহীকে টপকে প্লে-অফে খেলবে তারা। রানরেটে রাজশাহীর চেয়ে বেশ এগিয়ে খুলনা। চারে থাকা রাজশাহীর রানরেট মাইনাসের ঘরে (-১.০৩০)। অন্যদিকে প্লাসের ঘরে আছে খুলনা (+০.০৫০)।
অর্থাৎ, ঢাকার বিপক্ষে খুলনা জিতে গেলে আসর শেষ রাজশাহীর। আর খুলনা হেরে গেলে লিগপর্ব থেকেই বিদায় নেবে তারা। প্লে-অফে যাবে রাজশাহী।
এদিকে বরিশাল প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত হলেও এখনও তাদের প্রতিপক্ষ ঠিক হয়নি। যদিও কোয়ালিফায়ারে খেলার দৌড়ে এগিয়ে আছে রংপুর রাইডার্স। তবে চিটাগংও পিছিয়ে নাই। শেষ চার ম্যাচে হেরে রানরেটে (+০.৫৯৬) কিছুটা পিছিয়ে গেছে রংপুর। তাদের কোনো ম্যাচও বাকি নাই।
অন্যদিকে চিটাগং কিংসের বর্তমান পয়েন্ট ১৪, তাদের হাতে একটি ম্যাচ বাকি আছে। শনিবার লিগপর্বে শেষ ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে তারা। ম্যাচে বরিশালকে হারাতে পারলে চিটাগং রংপুরের সমান ১৬ পয়েন্ট পাবে। এবং রানরেটে এগিয়ে নিশ্চিত করবে প্রথম কোয়ালিফায়ারে খেলা। রানরেটে এপর্যন্ত রংপুর থেকে বেশ এগিয়ে চিটাগং (+১.৪১৪)। অর্থাৎ, বরিশালের বিপক্ষে জয় পেলেই হবে তাদের। তাতে কোয়ালিফায়ারে বরিশালের বিপক্ষেই খেলার সুযোগ পাবে।
তলানিতে থেকে আসর শেষ করেছে সিলেট স্ট্রাইকার্স। ১২ ম্যাচে কেবল দুটিতে জয় পেয়েছে তারা। এরআগে আছে ঢাকা ক্যাপিটালস, ১১ ম্যাচে টিতে জয় কেবল তিনটিতে জয়। দুটি দলেরই বিদায় নিশ্চিত হয়েছে গেছে।
৩ ফেব্রুয়ারি মিরপুরে দিনের ম্যাচে টেবিলের তৃতীয় ও চতুর্থ দল নিয়ে এলিমিনেটর এবং রাতে শীর্ষ দুদলের মধ্যে গড়াবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এলিমিনেটরে জয়ী দল ও প্রথম কোয়ালিয়ারে হারা দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ৫ ফেব্রুয়ারি, সন্ধ্যা সাড়ে ছয়টায়। ফাইনাল গড়াবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায়।








