চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রিজওয়ান-সৈকতে চট্টগ্রামকে হারালো কুমিল্লা

মোহাম্মদ রিজওয়ান গড়ে দিলেন জয়ের ভীত। পরে মোসাদ্দেক হোসেন সৈকত শেষ পর্যন্ত লড়ে দলকে নিয়ে গেলেন লক্ষ্যে। চট্টগ্রাম চ্যালেঞ্জোর্সের দেয়া ১৫৭ রানের লক্ষ্য ৬ বল আগেই টপকেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ ম্যাচে ফরচুন বরিশালের সমান ১৪ পয়েন্ট দলটির।

২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন সৈকত। জাকের আলী ৭ বলে ১০ রান করেন। উইনিং শটে আসে বাউন্ডারি।

Bkash July

কুমিল্লার কাজটা সহজ করে দেন রিজওয়ান। এ ওপেনার ৪৭ বলে ৬১ রান করে ফেরেন। জয় থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তখন ২০ বলে ২৪ রান দূরে। সৈকত ও জাকের মিলে বাকি পথ পাড়ি দেন খুব সহজেই। ৪ উইকেট হারিয়ে ১৯ ওভারে জয় তুলে নেয় ইমরুল কায়েসের দল। অধিনায়কের ব্যাট থেকে ১৫ রান।

চট্টগ্রাম পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমান নেন দুটি করে উইকেট।

Reneta June

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলে শনিবার দুপুরের ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় চট্টগ্রাম। পায় মাঝারি পুঁজি। উসমান খান (৫২) ও আফিফ হোসেনের (৬৬) ফিফটিতে ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৫৬ রান। ডারউইশ রাসুলি ৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে দেড়শ পেরোয় চট্টগ্রাম।

তানভীর ইসলাম ও হাসান আলী নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন সৈকত আলী।

Labaid
BSH
Bellow Post-Green View