জমে উঠেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫! ইতোমধ্যে পাঁচটি চ্যাপ্টারে ৪০ পর্ব প্রচার হয়েছে। বৃহস্পতিবার আসছে চ্যাপ্টার ছয়ের আরও আটপর্ব, যা দেখা যাবে বঙ্গ অ্যাপে! পূর্বের এপিসোডগুলোর মতো এবারও ভরপুর বিনোদন পেতে যাচ্ছে দর্শক, এমনটাই ইঙ্গিত পাওয়া গেল।
পূর্বের পর্বে দেখা গেছে, শিমুলের সঙ্গে দুষ্টু মিষ্টি খুনসুটিতে মজে থাকা লামিয়ার ঢাকায় এসে দেখা হয় টাইগার জাকিরের সঙ্গে। সুযোগ বুঝে জাকিরও ফ্লাটিং করতে শুরু করে!
এবারের চ্যাপ্টারে দেখা যাবে, শিমুলের অনুপস্থিতিতে লামিয়াকে পটিয়ে ঘুরতে নিয়ে যায় টাইগার জাকির। যা দর্শকদের বাড়তি বিনোদন দেবে।
এছাড়া দেখা যাবে, ব্যাচেলর বাসায় নতুন আগুনের আগমন এবং লগে আছি ডট কমের এমডির জেল থেকে ছাড়া পাওয়ার পর বিভিন্ন ঘটনা।
কদিন আগে নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুকে এক পোস্ট দিয়ে রহস্য বাড়িয়ে লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’ নির্মাতা অমির এই পোস্টের পর ব্যাচেলর পয়েন্টের দর্শকরা বলছেন, ব্যাচেলরদের ফ্ল্যাটে আসছে নতুন আগুন!
আবার কেউ কেউ মন্তব্য লিখছেন, সে কাবিলার রোকেয়া, কেউ লিখছেন ইভা ফিরে এসেছে। আবার কেউ কেউ মনে করছেন, লামিয়া! ধারণা করা যাচ্ছে, নতুন কোনো মুখকে দেখা যাবে। তবে নির্মাতা অমি জানাচ্ছেন, এই চ্যাপ্টারে দেখা যাবে কে তিনি।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।
ওটিটির প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি পরবর্তীতে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও নাটকটি দেখা যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫।







