এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ছেলেদের কাভা কাপ-২০২৫এ মালদ্বীপকে হারিয়ে আসরে শুভসূচনা করেছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চার সেটের খেলায় মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে ম্যাচ জিতেছে হরোশিত বিশ্বাসের দল। ফলে চতুর্থ সেটের প্রয়োজন পড়েনি ম্যাচে।
আক্রমণের শুরুটা করে বাংলাদেশ, তবে পয়েন্টের শুরুটা পায় মালদ্বীপ। পয়েন্টে ফিরে টানা তিন পয়েন্ট আদায় করে নেয় বাংলাদেশ। শুরুতে কিছুটা কুশলী হতে দেখা যায় বাংলাদেশকে। প্রথম সেটের বেশিরভাগ পয়েন্ট এনে দেন অধিনায়ক হরোশিত বিশ্বাস।
শুরুর ধাক্কা সামলে বেশ কয়েকটি পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাতে দুদল। পয়েন্টের পার্থক্য ছিল ২০-১৯। অবশ্য বাংলাদেশ পরে আর মালদ্বীপকে আর সুযোগ দেয়নি, প্রথম সেট জিতে নেয় ২৫-২১ পয়েন্টের ব্যবধানে।
প্রথম সেটের মত দ্বিতীয় সেটেও মালদ্বীপকে পয়েন্ট দিয়ে শুরু করে বাংলাদেশ। আবার দুর্দান্তভাবে ম্যাচে ফিরেও আসে। বাংলাদেশের ১০ পয়েন্টের সময় মালদ্বীপের পয়েন্ট ছিল ৪। প্রথম সেটের সেই লড়াই দ্বিতীয় সেটে ধরে রাখতে পারেনি মালদ্বীপ। দ্বিতীয় সেট তারা হারে ২৫-১৩ পয়েন্টের ব্যবধানে।
তৃতীয় সেটে পয়েন্ট আদায় করে খেলা শুরু করে বাংলাদেশ। এ সেটে মালদ্বীপের প্রতিরোধ দেখা যায়। প্রথম ১০ পয়েন্ট পর্যন্ত দুদলই সমান তালে লড়েছিল। পরে ম্যাচের মোমেন্টাম নিজেদের দিকে নিয়ে আসে বাংলাদেশ। তৃতীয় ২৫-২১ ব্যবধানে জয়ের সাথে ম্যাচও নিজেদের করে নেয় বাংলাদেশ।








