চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বক্স অফিসে জমে উঠেছে ‘যুগ যুগ জিও’, তিন দিনে আয় কত?

শুক্রবার (২৪ জুন) বড় পর্দায় মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান এবং কিয়ারা আদভানি অভিনীত ছবি ‘যুগ যুগ জিও’। মুক্তির শুরু থেকেই বক্স অফিস জমিয়ে রেখেছে ছবিটি। 

বক্স অফিস অব ইন্ডিয়ার তথ্যমতে, মুক্তির তিন দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৩৭ কোটি রুপি! যেখানে বক্স অফিসে মুক্তির প্রথম দিনে ছবিটির আয় করে ৯ কোটি ২৮ লাখ রুপি! শনিবার (২৫ জুন) ও রবিবার (২৬ জুন) আয় বেড়ে যথাক্রমে ১২ ও ১৫ কোটি ৩০ লাখ রুপি ঘরে তুলেছে সিনেমাটি।

যা চলতি বছর বলিউডে মুক্তি প্রাপ্ত সিনেমা গুলোর প্রথম দিনে সর্বোচ্চ আয়কৃত সিনেমা গুলির একটি। এর আগে চলতি বছর মুক্তি প্রাপ্ত মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়কৃত সিনেমার তালিকায় ছিল অক্ষয় কুমারের ‘সম্রাট পৃথ্বীরাজ’ (১০.৭০ কোটি রুপি) এবং সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ যেটির প্রথম দিনের আয় ছিল (১০.৫ কোটি রুপি)। সেদিক থেকে প্রথম দিনের আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ‘যুগ যুগ জিও’ছবিটি।

এদিকে ছবিটি মুক্তির আগেই, ফিল্ম ট্রেড বিশ্লেষক গিরিশ জোহর আগে ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকমকে বলেছিলেন, ‘যুগ যুগ জিয়ো’ ছবিটি কিছুটা শহুরে, সাধারণ ফিল্ম। সুতরাং, এটি দিল্লি, পাঞ্জাব, বেঙ্গালুরু, মুম্বাই, মহীশূর এবং শীর্ষ ২০ শহরে একটি ভাল শুরু করতে পারে! যেই ধারণা অনেকাংশেই সঠিক বলে প্রমানিত হচ্ছে।

‘যুগ যুগ জিও’ গল্প একটি পাঞ্জাবি পরিবারকে নিয়ে। যেখানে বাবা-ছেলে দু’জনেই ডিভোর্স নিতে চায় এবং সেসব সামনে আসে পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে।বরুণ-কিয়ারার জুটি ছাড়া এই ছবির অন্য মূল আকর্ষণ অনিল কাপুর আর নীতু কাপুরের জুটি।  হাস্যরসাত্মক গল্পে প্রেম-পরিবারের সেই গল্পটিই দর্শকদের মন ভরাচ্ছে। –ইন্ডিয়ান এক্সপ্রেস