চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সীমান্তে হত্যা বন্ধে ভারত ও মিয়ানমারের সাথে চুক্তি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে হত্যা বন্ধে ভারত ও মিয়ানমারের সাথে সমঝোতা চুক্তি হয়েছে। দ্রুত সীমান্তে হত্যা বন্ধ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার নবগঠিত ভুল্লিথানা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

Bkash July

তিনি আরো বলেন, পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর চালু করার জন্য দ্রুত এ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির আন্দোলন ও সমাবেশ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল । তবে নৈতিক দল হিসেবেই শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবে তাতে কোন অসুবিধা নেই । কিন্তু রাস্তা অবরোধ করে অগ্নিসংযোগ ও ভাঙচুর করলে মামলা হবে। সহিংসতার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। কোন ছাড়ও দেওয়া হবে না।

 

Labaid
BSH
Bellow Post-Green View