চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মিয়ানমার সীমান্তে গোলাগুলি বিষয়ে কী পদক্ষেপ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার সীমান্তে বিজিবিকে আরো শক্তিশালী করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদও জানিয়েছে, আশা করা হচ্ছে অচিরেই সীমান্তে গোলাগুলি থামবে।

মঙ্গলবার বেলা ১১ টায় রাজশাহী পুলিশ লাইন্সে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এবিষয়ে তিনি আরো বলেন, আরাকান আর্মিদের সঙ্গে সেদেশের সরকারের যুদ্ধ হচ্ছে। এই কারণে মাঝে মাঝে আমাদের সীমান্তেও গোলা পড়ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে রাজশাহী বরাবরই প্রতিবাদী ও বলিষ্ট ভূমিকা রেখেছে। এখানকার একজন ডিআইজি ও একজন পুলিশ সুপারসহ অনেকেই শহীদ হয়েছেন। এতোদিন পরে হলেও এ জাদুঘর নির্মাণ করায় একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পুলিশ কমিশনারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া স্বাগত বক্তব্য দেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।