চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আমাদের সাহিত্য আন্তর্জাতিক বাজারে নিতে অনুবাদে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধুমাত্র অর্থনীতি নয়, আমাদেরকে সংস্কৃতির বিকাশও করতে হবে। যত বেশী আমরা সাহিত্য ও সংস্কৃতি চর্চা করতে পারব, তত তরুণ প্রজন্ম নেশা ও জঙ্গিবাদে যাবে না।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

Bkash July

এসময় প্রধানমন্ত্রী অনুবাদ সাহিত্যের প্রতি জোর দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সাহিত্য আন্তর্জাতিক বাজারে নিতে হবে। আমাদের ভাষা বিদেশীদের জানাতে হবে। সেজন্য অনুবাদ সাহিত্যের বিকল্প নেই। বিভিন্ন ভাষায় বাংলার বই অনুবাদ করতে হবে। তাহলে মানুষ বাংলাকে জানবে, বোঝবে, পড়বে।

এছাড়াও তিনি বইয়ের অডিও ভার্সন করার পরামর্শ দেন সংশ্লিষ্টদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক মিশনগুলোকে গ্রন্থমেলার সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Reneta June

জরুরী সরকারের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, যদি দুই বছরের জন্য অনির্বাচিত সরকার আসে তাহলে মহাভারত অশুদ্ধ হবে না। তবে অশুদ্ধ হবে সংবিধান এবং জীবনমান। দেশের স্থিতিশীল পরিবেশকে নষ্ট করার অনেক রকম চক্রান্ত হচ্ছে, জনগণকে সতর্ক থাকতে হবে।

এর আগে বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে বিকেল ৩টায় একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বাংলা সাহিত্য অনুবাদের মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্য শেষে বাংলা একাডেমি কর্তৃক সাতটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কার ২০২২ প্রাপ্তদের মাঝে সম্মাননা পুরস্কার এবং নগদ চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

Labaid
BSH
Bellow Post-Green View