এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়া উপকূলীয় এলাকায় শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’ আঘাত হানতে যাচ্ছে, যা শীতকালীন তীব্র ঝড়, তুষারপাত ও বিধ্বংসী ঝোড়ো হাওয়ার সৃষ্টি করতে পারে। এই ঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলে অস্বাভাবিক মাত্রায় তুষারপাত, প্রবল বাতাস এবং উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এই ঝড়টি স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) রাত থেকে শনিবারের মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকাগুলোর দিকে ধেয়ে আসবে। শনিবার রাত নাগাদ নর্থ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ার উপকূলীয় অঞ্চলে তুষারপাত ও হ্যারিকেনের মতো গতির ঝোড়ো বাতাসের সংমিশ্রণ বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়টি প্রথমে নর্থ ক্যারোলাইনার উপকূলে সৃষ্টি হবে এবং পরে দ্রুত উত্তরমুখী হয়ে শক্তি সঞ্চয় করবে, যা আবহাওয়াবিজ্ঞানে ‘বোম্বোজেনেসিস’ নামক প্রক্রিয়ার আওতায় পড়ে। এই প্রক্রিয়া থেকে প্রচণ্ড ঠাণ্ডা বাতাস দক্ষিণের দিকে নেমে আসবে, ফলে এমন এলাকাতেও তুষারপাত হবে যেখানে সাধারণত শীতকালীন তুষারপাত বিরল।
এখন পর্যন্ত দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ শীতকালীন ঝড় সম্পর্কিত সতর্কতা এবং সতর্কবার্তার আওতায় রয়েছে। এর মধ্যে জর্জিয়া, ক্যারোলাইনা অঞ্চল এবং দক্ষিণ ভার্জিনিয়া অন্তর্ভুক্ত। উল্লেখযোগ্য যে, এই অঞ্চলের অনেক জায়গা এখনও গত সপ্তাহের প্রাণঘাতী শীতকালীন ঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।
প্রাকৃতিক দুর্যোগের সতর্কতায় প্রশাসন এবং উদ্ধারকারী দলগুলো প্রস্তুত রয়েছে। জনগণকে হিমবাহ এবং ঝোড়ো বাতাসের প্রভাব থেকে নিরাপদ থাকতে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।







