চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বোল্টের অ্যাকাউন্ট থেকে গায়েব ১৩১ কোটি টাকা

আট অলিম্পিক স্বর্ণপদক জয়ী স্প্রিন্টার উসাইন বোল্টের ১২.৭ মিলিয়ন ডলার গায়েব হয়ে গেছে। বাংলাদেশি অর্থে যার পরিমাণ ১৩১ কোটি ৮৩ লাখ ৮৭ হাজার টাকা। বোল্ট জ্যামাইকান প্রাইভেট ইনভেস্টমেন্ট ফার্মের অ্যাকাউন্টে এ অর্থ রেখেছিলেন।

যে প্রাইভেট ইনভেস্টমেন্ট ফার্মে বোল্ট অর্থ রেখেছিলেন, তারা ১০ দিনের মধ্যে ফেরত দিতে না পারলে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন কিংবদন্তির আইনজীবীরা। বোল্টের আইনজীবী লিন্টন গর্ডন জানিয়েছেন, এসএসএল টাকাটা দিতে না পারলে আদালতে যাবেন।

স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (এসএসএল) নামের ইনভেস্টমেন্ট ফার্মে অর্থ জমা রাখেন ৩৬ বর্ষী কিংবদন্তি। আকস্মিকভাবে তার অ্যাকাউন্টে ১২ হাজার ডলারের বেশি নেই। এরপর বোল্টের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেন, ঘটনায় প্রতারণা ও লুটপাটের অভিযোগ আনা যেতে পারে।

জ্যামাইকার আর্থিক পরিসেবা কমিশন প্রাইভেট ইক্যুইটি ফার্ম তদন্ত করছে। জ্যামাইকার অর্থমন্ত্রী নাইজেল ক্লার্ক ঘটনাটিকে উদ্বেগজনক অভিহিত করেছেন।