সম্প্রতি জানা গেছে মা হতে চলেছেন কিয়ারা আদভানি। বিয়ের ঠিক দু’বছর পর এই সুখবর এলো কিয়ারা ও তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার কাছ থেকে। সেই ঘোষণার পর পরই প্রথমবারের মত প্রকাশ্যে এলেন এই তারকা জুটি।
রবিবার (২ মার্চ) সকালেই মুম্বাইয়ের বিমানবন্দরে ছবি শিকারীরা তাদের ছবি তুলেছেন। নেটদুনিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, দু’জনে হাত ধরে বিমানবন্দরে প্রবেশ করছেন। সিদ্ধার্থের পরনে ছিল সাদা টি শার্ট ও ডেনিম প্যান্ট। সঙ্গে খয়েরি রঙা জ্যাকেট। অন্যদিকে, কিয়ারার পরনে ছিল একটি নক্সা কাটা সাদা সানড্রেস।
বিমানবন্দরে গাড়ি থেকে নামতে দেখেই পাপারাজ্জিরা কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। এসময় এই দম্পতি হাসি মুখে তাদের ধন্যবাদ জানান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন, তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজার ছবি পোস্ট করে ঘরে নতুন অতিথি আগমনের ইঙ্গিত দিয়েছেন।
একই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শিগগিরই আসছে।’ এই খবরের পাশাপাশি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সিদ্ধার্থ-কিয়ারার পোস্টটি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন এই তারকা দম্পতি।








