নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার সেনভাগে সড়কের পাশে ড্রামের মধ্যে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেনভাগের মফাপাড়া এলাকায় সড়কের পাশে ফেলা যাওয়া ড্রামের মধ্যে বস্তাবন্দি অবস্থায় ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কামাল জানান, নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের সেনভাগ মফাপাড়া এলাকার ব্রীজের কাছে সেনভাগ হতে তেলকপি সড়কের পশ্চিম পাশে ফেলা যাওয়া একটি টিনের ড্রামের মধ্যে বস্তাবন্দি এক ব্যক্তির মরদেহ দেখে এলাকাবাসী খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। তার নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, অন্য কোথাও তাকে হত্যা করে ড্রামের মধ্যে নিয়ে কে বা কারা ফেলে গেছে।
রাজশাহী বিভাগীয় সিআইডির ফরেনসিভ ল্যাবের সদস্যরা এসে ড্রামের মধ্যে থেকে মরদেহ বের করে। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।







