দিনাজপুরের হিলিতে ধানখেত থেকে আরাফাত ইসলাম (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে রাতে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, হাকিমপুর-পাঁচবিবি সীমান্তের বাঁশমুড়ি ও মোলান এলাকার মাঝামাঝি স্থান বাওনা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত যুবক হাকিমপুর উপজেলার বাওনা গ্রামের মিনহাজ ইসলামের ছেলে।
স্থানীয় জাহিদুর রহমান জানান, আরাফাত লেখাপড়ার পাশাপাশি অটো চালাতো। তাদের পরিবার তেমন স্বচ্ছল ছিল না। পরিবারের খরচ জোগানোর জন্য বাবার পাশপাশি অটোরিকশা চালিয়ে আয় করতেন তিনি। এক বছর আগেও তাকে অপহরণ করা হয়েছিল। সেই সময়ও ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাই করে তাকে কিছুদিন পরে ছেড়ে দেয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা জানান, সকালে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু নিহত যুবককে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মধ্যে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই জন্য পাঁচবিবি থানার পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশটি ধানখেতে রশি দিয়ে হাত বাঁধানো অবস্থায় পড়ে ছিল। ময়নাতদন্ত শেষে হত্যার বিষয়ে সঠিকভাবে জানা যাবে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।







