রাঙ্গামাটির কাপ্তাই লেকের রাজবাড়ি ঘাটে সাঁতার কাটার সময় পানিতে ডুবে নিখোঁজ স্কুল ছাত্র দীপেন চাকমার (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
শহরের রাজবাড়ি ঘাট এলাকায় ৫ জুন বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে নিখোঁজ দীপেনের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী।
তিনি জানান, বুধবারও নিখোঁজ ছাত্রকে উদ্ধার করার চেষ্টা চালানো হয়। অবশেষে বৃহষ্পতিবার দুপুরের দিকে কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত দীপেন চাকমা রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি রাঙ্গামাটি শহরের চক্রপাড়া এলাকায়।
রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জানান, গতকাল শহরের রাজবাড়ি ঘাটে কাপ্তাই হ্রদে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ আজ দুপুরের দিকে উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্কুল ছাত্র দীপেন বুধবার দুপুরের দিকে কাপ্তাই হ্রদের রাজবাড়ি ঘাটে বন্ধুদের সাথে সাঁতার কাটার সময় ডুবে যায়।







