গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ পৃথক থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পলাশবাড়ী উপজেলা ভেগীর ব্রীজের সংলগ্ন ডোবা থেকে কৃষক মোজাফ্ফর হোসেন (৬০) ও একই দিন বেলা সাড়ে ১২ টায় গোবিন্দগঞ্জ উপজেলার কাটা বাজারের সাহেবগঞ্জ ইক্ষু খামারের পানির ড্রেন থেকে সুমন মিয়া (২৪) নামের দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।
মোজাফ্ফ হোসেন গত সোমবার থেকে নিখোঁজ ছিল। সে পলাশবাড়ী উপজেলা পবনাপুর ইউনিয়নের মৃত কফিল উদ্দীনের পুত্র এবং সুমন মিয়া সকালে তার রিক্সাভ্যান নিয়ে বাড়ী থেকে বের হওয়ার পর দুপুরে তার লাশ ওই ড্রেনে পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
সুমন একজন ভ্যানচালক। সে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আবুল কালামের পুত্র।
স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, সুমনের মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া অব্যহত রয়েছে।






