চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জেলেনস্কির পদে বসলেন তেভেজ

KSRM

আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেজ আবারও কোচিংয়ে নাম লিখিয়েছেন। আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশনের ক্লাব অ্যাটলেটিকো ইন্ডিপেনডেন্ট প্রধান কোচ হিসেবে ৩৯ বর্ষী তেভেজের নাম জানিয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি।

ক্লাবটির বরখাস্ত হওয়া কোচ রিকার্ডো জেলেনস্কির জায়গায় বসছেন তেভেজ। শনিবার কোলনের বিপক্ষে হারার পর জেলেনস্কিকে বরখাস্ত করে আর্জেন্টাইন লিগের অন্যতম সফল দলটি। এরআগে রোজারিও সেন্ট্রালের কোচের দায়িত্ব পালন করেছিলেন তেভেজ।

নতুন দায়িত্ব নিয়ে তেভেজ বলেছেন, ‘এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। যারা দৌড়াতে পছন্দ করে না, তারা কোনভাবেই আমার অধীনে খেলতে পারবে না। এটা আমার পরিষ্কার কথা। যারা এখানে থাকতে চায় না, তাদের জন্য দরজা খোলা। চাপ নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই, এটাই আমার জীবন।’

ক্লাব অ্যাটলেটিকো ইন্ডিপেনডেন্ট ১৭বার আর্জেন্টিনা লিগের চ্যাম্পিয়ন। দলটি কোপা লিবার্তোদোরেস জিতেছে ৭বার। কঠিন সময় পার করতে থাকা দলটি প্রিমিয়ার লিগে ২৪তম অবস্থানে থেকে শেষ করেছে গত মৌসুমে।

গত বছরের জুনে ক্লাব ফুটবল থেকে অবসর নেন তেভেজ। সবশেষ আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে খেলেছিলেন। আর্জেন্টিনার হয়ে ৭৬ ম্যাচ খেলে ১৩ গোল করেছিলেন তারকা স্ট্রাইকার।

খেলোয়াড় তেভেজ বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবে খেলেছেন। বোকা জুনিয়র্স ক্লাব দিয়ে ক্যারিয়ার শুরু করে বোকা জুনিয়র্সে এসে শেষ করেন। এর মাঝে করিন্থিয়ান্স, ওয়েস্টহ্যাম ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাসসহ ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেছেন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View