এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কুড়িগ্রামের উলিপুরের সাদুয়া দামারহাট এলাকায় তিস্তা নদীতে ২৬ জন যাত্রীসহ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ৮ জনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৭ জন।
বুধবার ১৯ জুন সন্ধ্যার দিকে তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। তিনি বলেন, আমরা ঘটনাস্থলেই রয়েছি। ঠিক কতজন নিখোঁজ তা বলা যাচ্ছে না। তবে স্থানীয়রা বলছেন ৭ থেকে ৮ জন নিখোঁজ থাকতে পারে।
বজরা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার বলেন, নৌকাডুবির ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ৭টার দিকে। আমি যতটুকু শুনেছি তারা নৌকা যোগে দাওয়াত খেতে যাচ্ছিলেন। তবে কতজন নিখোঁজ রয়েছে আমার জানা নেই।
ঘটনাস্থলে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহাফুজুল ইসলাম, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু সহ ফায়ার সার্ভিস ও পুলিশ এর কর্মকর্তা ডুবরীদল উপস্থিত হলেও রাতের অন্ধকার ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান শুরু হয়নি। তবে বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযান শুরু করা হবে।








