চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিএনপির নিঃশব্দ পদযাত্রা কর্মসূচি শুরু

রাজধানীতে বিএনপির নিঃশব্দ পদযাত্রা কর্মসূচি বাড্ডা থেকে শুরু হয়েছে। শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে পদযাত্রা শুরু হয়। এর আগে দুপুর ১২টার পর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

বাড্ডা থেকে রামপুরা হয়ে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হবে এই কর্মসূচি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

Bkash July

এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করবেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগান, মিছিল ও সমাবেশের বাইরে রাজধানীতে নিঃশব্দ পদযাত্রার চার দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এ কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি সরকারবিরোধী আন্দোলনে ঢাকায় দলের নেতাকর্মী, সমর্থক ছাড়াও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চায়।

Reneta June

৪ ফেব্রুয়ারি ‘বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা’ দাবিতে  ঢাকাসহ সব বিভাগীয় শহরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

Labaid
BSH
Bellow Post-Green View