আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে জনগণের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপ জোরদারের লক্ষ্যে ‘সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান’ শীর্ষক একটি পডকাস্ট শো চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি।
পডকাস্ট আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে বলে জানিয়েছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন।। অনুষ্ঠানটি পূর্ব ধারণকৃত (প্রি-রেকর্ডেড) হবে বলেও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, এই পডকাস্টে আলাপচারিতার মাধ্যমে সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব ভিশন উপস্থাপন করা হবে। অনুষ্ঠানে তরুণদের নিয়ে বিশেষ পর্বও থাকবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে শেরপুরে সংঘর্ষের ঘটনা নিয়েও কথা বলেন মাহদী আমিন। শেরপুরের ঘটনা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জোরালো ভূমিকা রাখতে অনুরোধ জানান। পাশাপাশি তিনি সব রাজনৈতিক দলের প্রতি আরও সহনশীল হওয়ার আহ্বান জানান।







