এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরজমিনে পরিদর্শন করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চত করেছেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক এবং মানুষের উপস্থিতি হবে স্মরণীয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
উল্লেখ্য, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবেন। দেশে প্রত্যাবর্তনের পর তাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবর্ধনার জন্য বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এর নিকটবর্তী এলাকায় উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে।








