‘নীল জলের কাব্য’ স্বপ্ন পূরণের গল্পকে তুলে ধরবে
বিনোদনের স্মার্ট দুনিয়া আইস্ক্রিনে মুক্তি পেল ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব চলচ্চিত্র ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীন পরিচালিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। সিনেমাটি স্বপ্ন পূরণের গল্পকে তুলে ধরবে এমনটাই বলেছেন অভিনেতা আফরান নিশো।
বিজ্ঞাপন