চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তিন বছর পর চীনে মার্ভেলের ছবি, বক্স অফিসে তৃতীয়

চীনে মুক্তি পেয়েছে ‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরেভার’। তিন বছর পর মার্ভেলের ছবি মুক্তি পেল চীনে।

মঙ্গলবার ‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরেভার’ ছবিটি চীনে মুক্তি পায়। টিকেট এজেন্সি মাওইয়ান জানিয়েছে, প্রথম দিনে ৩.৪৭ মিলিয়ন ডলারের টিকেট বিক্রি হয়েছে।

Bkash July

বর্তমানে বক্স অফিসে চলমান ছবিগুলোর মধ্যে তৃতীয় স্থানে আছে ‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরেভার’। প্রথম স্থানে আছে  ‘দ্য ওয়ান্ডারিং আর্থ টু’ এবং দ্বিতীয় স্থানে আছে ‘ফুল রিভার রেড।’

টিকেট এজেন্সি মাওইয়ান জানিয়েছে, তারা আশা করছে চীনের বাজার থেকে ‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরেভার’ ১৭.৩ মিলিয়ন ডলার আয় করতে পারবে।

Reneta June

২০১৮ সালে ‘ব্ল্যাক প্যান্থার’ মুক্তি দেয়া হয়েছিল চীনে। ছবিটি ১০৫ মিলিয়ন ডলার আয় করেছিল চীনের বক্স অফিস থেকে।

‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ মুক্তি দেয়ার পর তিন বছর মার্ভেলের কোনো ছবি মুক্তি দেয়া হয়নি চীনে।

চীনা কর্তৃপক্ষ মার্ভেলের ওপর নিষেধাজ্ঞা দিলেও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ ব্যাখ্যা করেনি। এর সাথে যোগ হয়েছিল কোভিড বিধিনিষেধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান শীতল যুদ্ধ।

ফলে হলিউড এবং যুক্তরাষ্ট্রের স্বাধীন ধারার চলচ্চিত্র আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছে চীন। তবে ডিজনির সঙ্গে চীনের সম্পর্ক বেশ উষ্ণ। আর এর কারণ হলো সাংহাই ও হংকং-এ ডিজনির থিম পার্ক আছে।

Labaid
BSH
Bellow Post-Green View