চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

একসঙ্গে ৪ বাছুর প্রসব!

দিনাজপুরে একসঙ্গে চারটি বাছুরের জন্ম দিয়েছে একটি গাভী। এঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

আজ রোববার (১৯ মার্চ) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ডাড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

Bkash July

ডাড়ারপাড় গ্রামের মোঃ রমজান আলী জানিয়েছেন, নিজ বাড়িতে স্বামী-স্ত্রী মিলে পাঁচটি  ফ্রিজিয়ান জাতের গাভী পালন করেন। আজ দুপুরে গাভীটি চারটি বাছুর জন্ম দিয়েছে। গাভীটি চারটি বাছুর স্বাভাবিকভাবেই প্রসব করেছে। ব্যবসার পাশাপাশি তিনি সখ করে এই গাভী পালন করেন।

তিনি বলেন, পেটে বাচ্চা আসার পর থেকে সেবাযত্ন কমতি ছিল না গাভীটির। গাভীটির ৪ টি বাছুর প্রসব হওয়ায় তার পরিবরের সবাই খুশি। বাছুর চারটি ও গাভী সুস্থ আছে। তিনি গাভীটি কৃত্রিম প্রজনন করিয়েছিলেন।

Reneta June

এবিষয়ে স্থানীয় পশু চিকিৎসক মোঃ নুর আলম জানিয়েছেন, বাছুরগুলো ও গাভী পুরোপুরি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও সেবা যত্ন দেয়া হচ্ছে।

এদিকে এক গাভীর ৪টি বাছুর জন্ম দেয়ার ঘটনা জেনে অনেকে ছুটে আসছেন রমজান আলীর বাড়িতে।

Labaid
BSH
Bellow Post-Green View