চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধেয়ে আসছে ‘বিপর্যয়’

KSRM

আরব সাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়ে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম ‘বিপর্যয়’। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপূর্ব এবং দক্ষিণপূর্ব আরব সাগরের উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যেও ঘূর্ণিঝড়টির প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Bkash July

ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আছড়ে পড়তে পারে ‘বিপর্যয়’। তবে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ভারতেও। কর্নাটক, গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাতের উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝড়ো হাওয়া। পাশাপাশি এলাকার বিক্ষিপ্ত স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View