চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এবার কোনালের সঙ্গে গাইলেন বিপ্লব সাহা

KSRM

ফ্যাশন দুনিয়ার মানুষ বিপ্লব সাহা। তবে গানকে মনের মধ্যে লালন করেন। সেই সুবাদে শখের বশে মাঝেমধ্যে গানও করেন তিনি। এর আগে বিপ্লব সাহা গান করেছিলেন কনক চাঁপা, আঁখি আলমগীরের সঙ্গে। তার কণ্ঠে শোনা গিয়েছিল আশা ভোসলে, হেমন্ত-লতার বিখ্যাত গান।

এবার চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী সোমনূর মনির কোনালের সঙ্গে গাইলেন বিপ্লব সাহা। গানের শিরোনাম ‘তোমার চোখে চোখ পড়লেই’। গানটি কথা লিখেছেন মারুফ আহমেদ এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা। গানের ভিডিও ধারণ করা হয়েছে সিলেট ও মাওয়ার বিভিন্ন লোকেশনে।

Bkash July

বিপ্লব সাহা বলেন, ‘শুধু ফ্যাশন ডিজাইনের মধ্যে সৃষ্টিশীলতা সীমাবদ্ধ না রেখে ভিন্নমাত্রায় প্রকাশের লক্ষ্যেই আমার এ আয়োজন। তাই বছর শেষে গানটি প্রকাশ করলাম।’

তিনি বলেন, মিষ্টি সুর ও কথায় রোমান্টিক গান করলাম। কথার সঙ্গে মিলিয়ে ভিডিও বানানো হয়েছে। প্রকাশের পর ইউটিউব বা ফেসবুকে অনেকেই প্রশংসার কথা লিখে মন্তব্য জানাচ্ছে। এগুলো দেখে ভীষণ উৎসাহিত হচ্ছি।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View