চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পুলিশের মারধরে কৃষ্ণাঙ্গের মৃত্যুতে শান্ত থাকার আহ্বান বাইডেনের

কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে পিটিয়ে মৃত্যুর ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার পুলিশ বাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ওই কৃষ্ণাঙ্গ রাস্তায় বসে প্রতিবাদ করার সময় পুলিশ বেদম পিটুনি দিলে তিনি ‘শান্তিপূর্ণ প্রতিবাদ’ করছেন বলে মন্তব্য করেন।

Bkash July

নিহত টায়ারের শোকাহত পরিবার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসুচির আহবান জানালে বাইডেন সেখানে যোগ দিয়ে বলেন, বিচার বিভাগ এই হত্যাকান্ডের তদন্ত করছে এবং রাজ্য কর্তৃপক্ষও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমি শান্তিপূর্ণ প্রতিবাদের ডাকে টায়ারের পরিবারের সাথে যোগ দিই।’

তিনি বলেন, ‘ক্ষোভ যুক্তি সঙ্গত, কিন্তু সহিংসতা কখনই গ্রহণযোগ্য নয়।’

Labaid
BSH
Bellow Post-Green View