কদিনের ব্যবধানে মুদ্রার এপিঠ-ওপিঠ দু-পিঠই দেখে ফেললেন ভূবনেশ্বর কুমার। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ইনসুইংয়ের জাদু দেখিয়ে প্রশংসায় ভাসা ভূবি সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পড়েছেন নেটিজেনদের তোপে। তিক্ততা অতিমাত্রায় ছড়ানোয় ধৈর্যর বাঁধ ভেঙেছে তার স্ত্রী নূপুর নাগারের।
গত মঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৫২ রান দেন ৩২ বর্ষী অভিজ্ঞ পেসার। কোটার শেষ দুই ওভারে ভূবি খরচ করেন ৩১ রান। ম্যাথু ওয়েডের তোপের দিনে অস্ট্রেলিয়া ৪ বল হাতে রেখেই পেরিয়ে যায় ভারতের দেয়া ২০৯ রানের লক্ষ্য।
ভূবেনশ্বর ট্রলের শিকার হচ্ছেন এরপর থেকেই। স্বামীকে নিয়ে নেটিজেনদের ট্রল সইতে পারেননি ভূবির স্ত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের প্রতি ক্ষোভও উগরে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ও হিংসা ছড়ানোর এসব সময় ভালো কোনো কাজে লাগানোর পরামর্শ দিয়ে ভূবির স্ত্রী লিখেছেন, ‘নেটিজেনদের উদ্দেশ্যে আমার উপদেশ— তোমার কথায় কেউ প্রভাবিত হচ্ছে না, তোমার উপস্থিতি কেউ গুনছে না। তাই অনুগ্রহ করে সময়টুকু নিজেকে গড়তে ব্যবহার করো। যদিও এর সুযোগ খুব কম!’
ভারতের বর্তমান দলের অন্যতম উইকেটটেকার বোলার ভূবি। টি-টুয়েন্টিতে ২৩ ম্যাচে শিকার করেছেন ৩১ উইকেট। ওভারপ্রতি দিয়েছেন সাত রানের একটু বেশি। বেশকিছু দিন বোলিংয়ে ভালো যাচ্ছিল না তার। সবশেষ এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন বেশ খরুচে। মোহালিতে অজিদের তোপে পড়ার পর এখন নেটিজেনদেরও দুয়োও শুনতে হচ্ছে।