চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জল্পনার অবসান, ৯ হাজার প্রেক্ষাগৃহে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’

বক্স অফিসে কেমন জমবে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’?

অবশেষে ফুরালো অপেক্ষার প্রহর। শুক্রবার বিশ্বব্যাপী ৮৯১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল অয়ন মুখার্জি পরিচালিত রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহুল প্রতিক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। যার ভেতর শুধু ভারতেই ৫০১৯টি এবং বাদ বাকি ৩৯০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

মুক্তির আগে থেকে জল্পনার তুঙ্গে রয়েছে সদ্য মুক্তি প্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি। যার প্রমাণ মিলেছে ছবিটির অগ্রিম টিকেট কেনার হিড়িক থেকেই। জানা গেছে, ছবিটি অগ্রিম টিকেট বিক্রি বাবদ আয় করেছে ১৮ কোটি রুপি। যদিও শুধু শুক্রবারের নয়, শনিবারের  শোয়েও একই অবস্থা। তবে বক্স অফিসে ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম দিনের আয় কত দাঁড়াতে পারে তা নিয়েই চলছে এখন নানান জল্পনা কল্পনা।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনে ভারতে ‘ব্রহ্মাস্ত্র’র আয় ২৫-৩০ কোটি রুপি দাঁড়াতে পারে। যা করোনা পরবর্তী পরিস্থিতিতে মুক্তি প্রাপ্ত সিনেমা গুলোর তালিকায় প্রথম দিনের আয়ের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করতে পারে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

তবে আদৌ কি সেটা বাস্তবায়িত হবে?  নাকি পুরোটাই কল্পনা হয়ে থেকে যাবে? এমনই ইঙ্গিত মিলেছে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের ফেসবুক পোস্ট থেকে।

‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে তরণ আদর্শ নিজের ফেসবুক পোস্টে এক কথায় রিভিউ দিয়েছেন ‘হতাশা’। তিনি আরও লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র’ একটি কিং সাইজ হতাশ। প্রচুর ভিএফক্সের কাজ আছে, কিন্তু বিষয়বস্তু দুর্বল (বিশেষ করে ইন্টারভালের পর)… ‘ব্রহ্মাস্ত্র’ গেম চেঞ্জার হতে পারত, কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়েছে। কেবলই চাকচিক্য, ছবিতে কোন আত্মা নেই।

গত ৮ বছর ধরে এই ছবির উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখার্জি। উচ্চমাত্রার ভিএফএক্সের ব্যবহার করায় সিনেমাটিতে খরচ হয়েছে ৪০০ কোটির বেশি। যেটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বলিউড সিনেমা।

হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষাতে মুক্তি প্রাপ্ত এই ছবিটিতে রণবীর-আলিয়া ছাড়া আরও রয়েছেন অমিতাভ বচ্চন,  নাগার্জুনা আক্কিনেনি, মৌনি রায় প্রমূখ। সেই সঙ্গে ছবিতে একজন বিজ্ঞানীর চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে। – বলিউড হাঙ্গামা ইন্ডিয়া টুডে