ভোলার কৃষকদের উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য নিতে জাপানের ব্যবসায়ীদের প্রতিনিধি দল ভোলার কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
রোববার ভোলার ব্যাংকেরহাট গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রাণি স্বাস্থ্য কেন্দ্রে কৃষকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রতিনিধি দল ভোলার কৃষকদের উৎপাদিত ভুট্রা, মুগ, মশুর, ধান ও সয়াবিন নিতে আগ্রহ প্রকাশ করেন এবং জন উন্নয়ন টেকনিক্যাল ইনিস্টিটিউটের কেয়ার গিভিংসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীদের জাপানি ভাষা শেখানোর মাধ্যমে জাপানে কর্মসংস্থান করে দেয়ার অঙ্গিকার করেন।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাপানিজ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কামেদা শিকা কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর লেখ রাজ জুনিজা, জাপান-বাংলাদেশ জয়েন্টভেঞ্চার কোম্পানি মিনোরি বাংলাদেশ লিমিটেড ও ফু-ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ফু-ওয়াং ফুডসের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন, মিনোরি গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজর অ্যাডভোকেট মোঃ এমরান হোসাইন প্রমুখ।







