বাংলাদেশ ফুটবল লিগে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে বসুন্ধরা কিংস। রাকিব হোসেন এবং ডোরিয়েলটন গোমেজের গোলে ২-০তে জয় তুলেছে কিংস। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব।
ঘরের মাঠ কিংস অ্যারেনায় প্রথম থেকেই প্রতিপক্ষকে আক্রমণের চাপে রাখে কিংস। এ সময় সমানতালে লড়তে চেষ্টা করছিল মোহামেডানও। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর গোছানো মোহামেডানকে খুব একটা দেখা যায়নি। শাকিল আহাদ তপু বা মোজাফফর মোজাফফরভকে গুছিয়ে আক্রমণে যেতে পারেননি। উল্টো যোগ করা সময়ের প্রথম মিনিটে মোহামেডানের ডিফেন্ডারদের বোকা বানিয়ে ম্যাচের দ্বিতীয় গোল তুলে নেন ডোরিয়েলটন। ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে দলটি।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে লাল কার্ড দেখতে হয়েছে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফর মোজাফরভকে। জয়ে টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত করল কিংস। ৬ ম্যাচে ৫ জয়ে ১৬ পয়েন্টে সবার উপরে দলটি। ৭ পয়েন্ট নিয়ে চারে আছে মোহামেডান।







