চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চ্যানেল আইয়ের সেরা কর্মী হলেন যারা

চ্যানেল আই নিউজের বিভিন্ন শাখায় কর্মরতদের মধ্য থেকে ‘সেরা কর্মী ২০২২’ নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার চ্যানেল আইয়ের রুফটপে অনুষ্ঠিত নিউজ নাইটে তাদেরকে সম্মাননা দেওয়া হয়।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ সেরা কর্মীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Bkash July
সব বিভাগ থেকে ডিজিটাল ও মাল্টিমিডিয়া কনটেন্টে সেরা হয়েছেন অনলাইন জার্নালিস্ট নাহিয়ান ইমন।
Reneta June
সেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন রফিকুল বাসার।
সেরা নিউজরুম এডিটর হয়েছেন সাবরিনা হাসান।

সেরা অনলাইন জার্নালিস্ট নির্বাচিত হয়েছেন নাহিয়ান ইমন।

 

সেরা মাল্টিমিডিয়া জার্নালিস্ট: জাকির সবুজ।
সেরা ইয়ং রিপোর্টার: লায়লা নওশিন।
সেরা ক্যামেরাপার্সন: মধু ত্রিপুরা।
সেরা ভিডিও এডিটর: ওমর ফারুক।
সেরা নিউজ প্রেজেন্টার নির্বাচিত হয়েছেন ফাবলিহা বুশরা।
সেরা রিপোর্টার (আউটসাইড ঢাকা): সাদিকুর রহমান সাকী।
বিশেষ সম্মাননা: আরেফিন তানজীব (ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে ভূষিত)।
বিশেষ সম্মাননা: সোমা ইসলাম (সাংবাদিকতায় নুরজাহান পদকে ভূষিত)।
শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনে চ্যানেল আই পরিবার সম্মাননা পেয়েছেন সাদিত বিহঙ্গ মালিথা।
Labaid
BSH
Bellow Post-Green View