চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শতভাগ পেনশন বাড়ল ভারতের সাবেক খেলোয়াড়-আম্পায়ারদের

প্রায় ৬ বিলিয়ন ডলারের মিডিয়া চুক্তির একদিন পর সাবেক খেলোয়াড়-আম্পায়ারদের সুখবর দিল ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআই। ধনী স্পোর্টস সংস্থাটি অবসরে যাওয়া নারী-পুরুষ ক্রিকেটার এবং সাবেক আম্পায়ারদের পেনশনের টাকা শতভাগ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

বিসিসিআই জানিয়েছে, প্রথম শ্রেণির একজন ক্রিকেটারের মাসিক ১৫ হাজার রুপির অবসরকালীন ভাতা বাড়িয়ে ৩০ হাজার রুপি করা হয়েছে। সাবেক টেস্ট খেলোয়াড়ের ভাতা ৩৭,৫০০ রুপি থেকে বেড়ে ৬০ হাজার রুপিতে এখন। যাদের পেনশন ৫০ হাজার ছিল, এখন থেকে তারা পাবেন ৭০ হাজার রুপি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দেশটির জাতীয় দলের সাবেক নারী ক্রিকেটাররা ৩০ হাজারের পরিবর্তে এখন ৫২,৫০০ রুপি করে পেনশন পাবেন। ২০০৩ সালের আগে প্রথম শ্রেণির যেসব ক্রিকেটার অবসরে গেছেন তারা ২২,৫০০ রুপি থেকে ৪৫ হাজার রুপি পাবেন।

বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘সাবেক ক্রিকেটারদের আর্থিক সুস্থতার যত্ন নেয়া খুব গুরুত্বপূর্ণ। আজীবন তারা খেলোয়াড় থাকেন। বোর্ড হিসাবে, খেলা ছেড়ে দেয়ার পর তাদের পাশে থাকা আমাদের কর্তব্য। আম্পায়াররা আমাদের আনসাং হিরো। বিসিসিআই সত্যিকার অর্থে তাদের অবদানকে মূল্যায়ন করে।’

পেনশনের টাকা বাড়ানোর পর বিসিসিআই সচিব জয় শাহ টুইটে জানিয়েছেন, ‘সাবেক ক্রিকেটারদের (পুরুষ ও নারী) মাসিক ভাতা বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমি খুশি। ৯০০ জনের মতো ব্যক্তি এই সুবিধা পাবেন এবং প্রায় ৭৫% ব্যক্তি শতভাগ বেতনের সুবিধার আওতায় আসবেন।’