এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার একদিন হয়ে গেছে। ঘটনায় অস্থিরতা বেড়েছে বাংলাদেশ-ভারতের ভূরাজনৈতিক সম্পর্কে। অস্থিরতা ঘিরে ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে যুব ও ক্রীড়া উপদেষ্টা ডা. আসিফ নজরুল ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না খেলে শ্রীলঙ্কায় নিতে বার্তা দিয়েছেন, আইসিসিকে অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশনা দিয়েছেন। যার প্রেক্ষিতে মুখ খুলেছে বিসিসিআই পক্ষও। বাংলাদেশের ইচ্ছা বা কল্পনার মতো করে সব হবে না, জানিয়েছে দেশটির একজন বোর্ড কর্তা।
শনিবার মোস্তাফিজকে বিসিসিআইয়ের চাপে ছেড়ে দেয়ার কথা জানায় কলকাতা নাইট রাইডার্স। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে আসিফ নজরুল লেখেন, যেখানে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার পরও ভারতে খেলতে যেতে পারছেন না, সেখানে পুরো টিম ভারতে যাওয়াটা নিরাপদ না।
একই রাতে বিসিবি জরুরি বোর্ড সভায় বসে। আইসিসির নিরাপত্তা বিভাগের কাছে ৩টি বিষয় নিয়ে চিঠি দিতে সম্মত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার বিসিসিআইয়ের একটি মাধ্যম ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘আপনি কারও ইচ্ছা এবং কল্পনার উপর ভিত্তি করে খেলা পরিবর্তন করতে পারবেন না। এটি একটি লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন। তাদের বিমান টিকিট, হোটেল বুক করা হয়ে গেছে।’
‘প্রতিটি দিনে তিনটি করে খেলা থাকে, যার অর্থ শ্রীলঙ্কায় একটি খেলা। এমনকি সম্প্রচার দলও রয়েছে। তাই যতটা সহজে বলছে, করা ততটা সহজ নয়।’








