বার্ষিক সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রে দুটি পরিবর্তন আনা হয়েছে। সংশোধনী প্রস্তাব দুটিকে কেন্দ্র করে কৌতূহল ছড়িয়েছিল- বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে চলেছে নাকি বোর্ড। এমনকি শেয়ার বাজারে যাওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল। অবশ্য বোর্ড কর্তারা জানিয়েছেন ভিন্ন কথা। বলছেন, বিসিবির বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ার সুযোগ নেই।
বিসিবির গঠনতন্ত্রের ৬ নং অনুচ্ছেদের ৬.১৭ ও ৬.২০ উপ-অনুচ্ছেদের সংশোধনী এনেছে বিসিবি। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিসিবির সাধারণ পরিষদের বার্ষিক সভা শেষে সংবাদ সম্মেলনে সংশোধনী প্রস্তাব দুটি অনুমোদন হওয়ার কথা জানান পাপন। পরে এক প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ার গুঞ্জন উড়িয়ে দেন।
বলেছেন, ‘বিসিবির বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়ে ওঠার কোনো সুযোগ নেই। এটা বিভ্রান্তিকর তথ্য। ব্যাংকিং কার্যক্রমে গতিশীলতা আনতে আইনি পরামর্শ মেনেই এটা (সংশোধনী) করা হয়েছে। বিসিবি টিভি করার পরিকল্পনার কারণে বিসিবিকে আইনগত কাঠামোর মধ্যে আসতে হবে। এ জন্যই মূলত এই দুটি সংশোধনী। বিসিবির সংশোধনীতে বলা আছে, ঝুঁকিবিহীন বিনিয়োগ। এটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে।’
বিসিবির শেয়ারবাজারে যাওয়ার গুঞ্জন খণ্ডন করেন বোর্ড সভাপতি। বিসিবির শেয়ার বিক্রি করা বা শেয়ার কেনার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন তিনি। প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কে শেয়ার কিনবে? শেয়ার কিনতে যাব কেন? ‘আইনের ধারায় অনেক কিছু লেখা থাকে, যেহেতু আইনটা সবার জন্য প্রযোজ্য। কিন্তু আমরা তো সব করব না। আমরা সেটুকুই করব, যেটা আমাদের জন্য প্রযোজ্য। আমরা শেয়ারের ব্যবসা করি নাকি? আমরা তো ক্রিকেট বোর্ড।’
বিসিবি টেলিভিশন চালুর বিষয়ে পাপন বলেন, ‘উদ্দেশ্যটা হচ্ছে যেকোনো ধরনের খেলা (ক্রিকেট) দেখানো। আমাদের এখানে দুটো চ্যানেল আছে, টি স্পোর্টস ও গাজী টিভি, ওরা খেলা দেখায়। যে সমস্ত খেলা ওরা দেখায় না বা দেখাতে পারে না, সেগুলো আমরা দেখাব।’
‘এখন ছেলেদের খেলা হচ্ছে। মেয়েদের খেলাটা দেখাতে পারছে না কেউ। এখন কেউ যদি দেখতে চায়, তাহলে একটা অপশন দরকার আমাদের। আমি চাই, আমাদের ঘরোয়া ক্রিকেটও দেখানো হোক। ঘরোয়া ক্রিকেট যদি দেখানো হয়, তাহলে খেলার মান আরও ভালো হবে।’
২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বাজেট অনুমোদন হয়েছে বোর্ড সভায়। এ সময়ে বিসিবির সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪৪৬ কোটি টাকা, সম্ভাব্য ব্যয় ৪০৭ কোটি টাকা।








