চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘বায়ার্নের সাথে আমার গল্প এখানেই শেষ’

বলছেন লেভান্ডোভস্কি

রবার্ট লেভান্ডোভস্কির সাথে বায়ার্ন মিউনিখের চুক্তির মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত। একবছর হাতে থাকতেই পোলিশ তারকার চুক্তি বাড়াতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে জার্মান ক্লাবটি। অবশ্য চুক্তি আর নবায়ন করতে চান না লেভান্ডোভস্কি। ৩৩ বর্ষী তারকা আরও একবার স্পষ্টত জানিয়ে দিলেন, বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সাথে আর থাকতে চাইছেন না।

নেশনস লিগে খেলতে এখন জাতীয় দলের সাথে পোল্যান্ডে আছেন লেভান্ডোভস্কি। বুধবার ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বায়ার্ন বিষয়ক সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন দুবারের ফিফা বর্ষসেরা পুরস্কারজয়ী তারকা।

‘বিষয়টি এখন নিশ্চিত, বায়ার্ন মিউনিখের সাথে আমার গল্প এখানেই শেষ। গত কয়েকমাসে যা ঘটেছে, তারপর আর এই ক্লাবের সাথে থাকার কথা ভাবতে পারছি না। বুঝতে পারছি দলবদলই উভয় পক্ষের জন্য সেরা সমাধান।’

২০১৪ সালে ৫০ মিলিয়ন ইউরোয় বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দিয়েছিলেন লেভান্ডোভস্কি। জার্মান ক্লাবটির হয়ে প্রতি বছরই জিতেছেন বুন্দেসলিগা শিরোপা। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন।

এপর্যন্ত বায়ার্নের হয়ে ৩৭৪ ম্যাচে লেভান্ডোভস্কি ৩৪৪ গোল করেছেন, পাশাপাশি আছে ৭২টি অ্যাসিস্ট। ২০২০ ও ২০২১ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন।