এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নতুন কাঠামোর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে উদ্বোধনী দিনে ৯-২ গোলে বড় হার দেখেছে ডায়নামো জাগরেব। সেই ধাক্কা লেগেছে কোচ সের্জেই জাকিরোভিচের ক্যারিয়ারে। ক্রোয়েশিয়ার ক্লাবটির কোচের দায়িত্ব থেকে ছাঁটাই করা হয়েছে তাকে।
মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে কোনো ম্যাচে ৯ গোল করার কীর্তি গড়ে বায়ার্ন। একাই ৪ গোল করেন ইংলিশ তারকা হ্যারি কেন।
বৃহস্পতিবার জাকিরোভিচকে ছাঁটাইয়ের কথা জানিয়েছে ক্রোয়েশিয়ার ক্লাবটি। বিবৃতিতে বলেছে, সমঝোতার ভিত্তিতে দুই পক্ষের চুক্তি বাতিল করা হয়েছে। জাকিরোভিচের সহকারী সান্দ্রো পারকোভিচ অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন।
৪৭ বছর বয়সী জাকিরোভিচ ২০২৩ সালের আগস্টে ডায়নামোর দায়িত্ব নেন। তার অধীনে গত মৌসুমে নিজেদের ২৫তম লিগ শিরোপা জয়ের পাশাপাশি ক্রোয়েশিয়ান কাপ ঘরে তোলে দলটি।
২ অক্টোবর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোনাকোর মুখোমুখি হবে ডায়নামো।







