বাতিঘরের একযুগ পূর্তিতে মঞ্চে নতুন নাটক
বাতিঘর থিয়েটার একযুগ পূর্তিতে মঞ্চে আসছে নতুন নাটক ‘ভগবান পালিয়ে গেছে’

একযুগ পূর্তি উপলক্ষে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (৮ ও ৯ জুন) দুই দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে বাতিঘর থিয়েটার। এ উৎসবে প্রদর্শিত হবে দলটির নতুন নাটক ‘ভগবান পালিয়ে গেছে’।
উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। একই হলে শুক্রবার (৯ জুন) সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। নাটকটির রচনা ও নির্দেশনায় মুক্তনীল।
নাটকের নাম কেন ‘ভগবান পালিয়ে গেছে’- এর ব্যাখ্যায় মুক্তনীল বলেন,‘বিবেকের কণ্ঠস্বরই হচ্ছে ভগবানের কণ্ঠস্বর। ‘ভগবান পালিয়ে গেছে’ আসলে আক্ষরিক অর্থে ভগবানের পলায়ন নয়। এটা আমার আমির পলায়ন। দিনে দিনে আমরা সবাই যাকে হারিয়ে ফেলছি। আমাদের সত্তা, বিবেচনা, মানবিকতা সর্বোপরি আমাদের বিবেক।
নাটকটির প্রেক্ষাপটে জানিয়ে এই নাট্যকার বলেন,“করোনা মহামারীর শুরুতে জীবন যাত্রা যখন হঠাৎ মুখ থুবড়ে পড়লো, মানুষ আরো বেশী করে উপলব্ধি করতে পারলো-ভাবার সময় পেলো যে- তারা কতোটা দূর্বল ও অসহায়। জীবন মৃত্যুর মাঝের দূরত্ব কতটা সামান্য! বিশ্বাস-অবিশ্বাসের নানান পাত্র বদল দেখলাম আমরা তখন। ঘরবন্দী অবস্থায় মানুষের বিশ্বাসের রূপগুলো দেখে যে ভাবনার উদয় তা থেকেই ‘ভগবান পালিয়ে গেছে’ নাটকের সূচনা।”

নাটক সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুক্তনীল বলেন,‘গল্পটি সহজভাবে মঞ্চে উপস্থাপন করার চেষ্টায় যারা গঠনমূলক আলোচনা-সমালোচনা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি এবং নাটকের সকল কলাকুশলীসহ বাতিঘরের সকল সদস্যর প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা।’