এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এবারের মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও অস্থিরতায় সেটি সরে সংযুক্ত আরব আমিরাতে গেছে। নিজেদের সম্ভাবনা দেখানোর বড় একটি সুযোগ হাতছাড়া হওয়ার পর মেয়েদের ক্রিকেটের প্রধান হাবিবুল বাশার সুমন বললেন, দেশের মাটিতে বিশ্বকাপ হলে ভালো হতো।
‘দেশের মাটিতে বিশ্বকাপ হলে এর চেয়ে ভালো কিছু তো হতে পারতো না অবশ্যই। পরিচিত কন্ডিশন সেটা তো ছিলই। যদিও শারজার আবহাওয়ার সাথে অনেকটাই সাদৃশ্য রয়েছে। আমরা খবর পেয়েছি সন্ধ্যার দিকে এতটা গরম থাকে না, এই মুহুর্তে বিশেষ করে সেপ্টেম্বর-অক্টোবর মাসে। আবহাওয়া মনে হয় না খুব একটা সমস্যা করবে।’
‘আর শারজাতে প্রচুর বাঙালি থাকে, সমর্থনটা আমরা বেশ ভালোই পাবো। ওটাও মনে হয় না আমরা খুব বেশি মিস করব। দেশের মাটিতে খেলা সেটা তো অন্য একটি ব্যাপার। আর প্রস্তুতির ব্যাপার বলতে এই সিরিজটা আমাদের বেশ কাজে দিয়েছে।’
বিশ্বকাপের উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। শারজায় টিম টাইগ্রেসের প্রতিপক্ষ স্কটল্যান্ডের মেয়েরা।







