এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সিলেট থেকে: জিততে শেষ ওভারে রংপুর রাইডার্সের দরকার ছিল ২৬ রান। নুরুল হাসান সোহানের দানবীয় ব্যাটিংয়ে ফরচুন বরিশালকে হারিয়ে দিয়েছে রংপুর। ম্যাচ হারার পরপরই মাঠে মেজাজ হারিয়ে বসেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ঠিক কী কারণে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের দিকে তেড়ে গেছেন তা অবশ্য এখনও জানা যায়নি।
সোহানের অবিশ্বাস্য ইনিংসের পর জয় উদযাপন করছিল রংপুর রাইডার্স। তখন রংপুরের ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যেতে দেখা যায় তামিমকে। বরিশালের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে। বিষয়টি সিরিয়াস কিছু নয়, এমন বলেছেন তামিমের বড় ভাই নাফিস। বলেন, ‘ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনকিছু না।’
তামিমের মেজাজ হারানোর পর রংপুর অধিনায়ক সোহানও সেদিকে যান। তবে তিনিও জানেন না কী কারণে এমন ঘটেছে। বললেন, ‘এটা আমি খুব কাছ থেকে দেখি নাই। আমি এদিকে আসার পর দেখেছি, মানে শেষপর্যায়ে যখন গেছি। আমি আসলে যাওয়ার পর বুঝতে পারবো, কী নিয়ে হয়েছে। কিন্তু কিছু একটা হয়েছে আমিও এটা দেখেছি।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নেমেছিল বরিশাল। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৯৭ রান করে তারা। জবাবে ইনিংসের শেষ বলে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ফেলে রংপুর। সোহানের নেতৃত্বাধীন দলটির টানা ষষ্ঠ জয় এটি।








